১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০৯

সিরাজগঞ্জে ইয়াবাসহ আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে মো. দাউদ (২৮) নামের এক মাদক বিক্রেতাকে ১৬৫ পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিন র‌্যাব-১২ এর সদস্যরা। সোমবার সকালে এ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব অফিস। আটক মো. দাউদ আলী উপজেলার চর ধুলঘাগড়া খালী গ্রামের গোলজার সরদারে ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে জেলার বেলকুচি থানাধীন দৌলতপুর আজগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে অভিযান চালিয়ে মো. দাউদ আলীকে মাদকসহ আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইলসেট উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে বেলকুচি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় বলেও জানান তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ২৬, ২০১৮ ১১:২৩ পূর্বাহ্ণ