১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২১

ক্যাটের প্রেমে হৃতিক

বিনোদন ডেস্ক:

একবারে আশ মেটেনি। তাই আবার ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম করতে চান হৃতিক রোশন। তবে হৃতিক চেয়েছেন কিনা, তা নিয়ে চূড়ান্ত খবর নেই। কিন্তু, বলিউডে গুঞ্জন, ফের একসঙ্গে ছবি করতে চলেছেন হৃতিক রোশন ও ক্যাটরিনা কাইফ। তা যদি হয়, তবে ফ্যানদের জন্য সুখবর। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের কলকাতা২৪ পত্রিকা।

ছবির নাম ব্যাং ব্যাং রিলোডেড। শোনা যাচ্ছে তেমনই। সেখানেই জোট বাঁধবে বলিউডে হট সিজলিং জুটি হৃতিক এবং ক্যাটরিনা। প্রায় ৪ বছর বাদে এই জুটি আবার খবরের শিরোনামে। তাদের হিট ছবি ব্যাং ব্যাং-এর সিকুয়েল নিয়ে ইদানিং ব্যস্ত হয়ে পড়েছে পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এমনকী ছবির নাম রেজিস্ট্রার করার জন্যও ছোটাছুটি করছেন পরিচালক।

যদিও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চান নি প্রযোজক পরিচালক কেউই। তবে কাস্টিং আপাতত পরিবর্তন করতে রাজি নন সিদ্ধার্থ। কিন্তু, একান্তই যদি দুই স্টারের ডেট সংক্রান্ত কোনও সমস্যা হয় তাহলে হয়তো পরিবর্তন হতে পারে। পরিচালকের প্রথম পছন্দ হৃতিক ক্যাটরিনা জুটিই এবং বিষয়টি নিয়ে একদফা প্রাথমিক কথা বলে নিয়েছেন তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৬, ২০১৮ ১০:২১ পূর্বাহ্ণ