১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৬

অন্তর্বাসে ১০ লাখ টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর অন্তর্বাস থেকে দুটি স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। আটক স্বর্ণের দাম প্রায় ১০ লাখ টাকা। এ সময় মোহাম্মদ আলমগীর (৩১) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। আলমগীর ফটিকছড়ি উপজেলার খিরাম এলাকার বাসিন্দা।

রোববার রাত ৯টার দিকে ওমান এয়ারের একটি ফ্লাইটে মাস্কাট থেকে চট্টগ্রামে আসেন আলমগীর। তার দেহ তল্লাশি করে এই স্বর্ণবার দুটি উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বর্ণবার দুটি চট্টগ্রাম কাস্টমস হাউসের শুল্ক গুদামে রাখা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :মে ২৯, ২০১৭ ২:৩০ অপরাহ্ণ