২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:২৯

মুম্বাই উপ-হাইকমিশনে ‘গণহত্যা দিবস’ পালিত

অনলাইন ডেস্ক:
ইতিহাসের অন্যতম নৃশংশ গণহত্যার ভয়াবহতা স্মরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে এর বিচারের দাবি নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশন মুম্বাই যথাযোগ্য মর্যাদায়  গণহত্য দিবস পালন করে।
অনুষ্ঠানটিতে উপ-হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারবর্গ এবং প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে গণহত্যা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদারবাহিনীর গণহত্যার উপর নির্মিত মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র ‘স্টপ জেনোসাইড’ প্রদর্শিত হয়। উপস্থিত সকলেই গণহত্যার এ বীভৎসতা দেখে বর্বরতম এ হত্যাকাণ্ডের আন্তর্জাতিক বিচার দাবি করেন।
সর্বশেষে শ্রদ্ধেয় ডেপুটি হাইকমিশনার তার বক্তব্যে মহান ২৫ মার্চ গণহত্যার শিকার শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং দেশে-বিদেশে এ গণহত্যার বিষয়টির বিভিন্নভাবে প্রচারনা চালাতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :মার্চ ২৫, ২০১৮ ৮:২৭ অপরাহ্ণ