১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৪

নিষিদ্ধ হলেন স্মিথ

স্পোর্টস ডেস্ক: 

কেপটাউনে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের তৃতীয় দিনে বল টেম্পারিংয়ের দায় স্বীকার করা অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথকে এক ম্যাচ নিষিদ্ধ ও চলতি টেস্টের পুরো ম্যাচ ফি জরিমানা করেছে আইসিসি। এছাড়া বল টেম্পারিং করায় অস্ট্রেলিয়ার ওপেনার ব্যানক্রফটকে ম্যাচের ৭৫ শতাংশ জরিমানার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

স্মিথ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ এবং শেষ ম্যাচ মাঠে নামতে পারবেন না। স্মিথের বিরুদ্ধে আনা অভিযোগ ক্রিকেটের গতির পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। বল টেম্পারিং করার দায় স্বীকার করা স্মিথ তার বিরুদ্ধে আনা শাস্তি মেনে নিয়েছেন। এছাড়া স্মিথ যেহেতু দলের অধিনায়ক তাই দলের খেলোয়াড়দের দায়-দায়িত্ব তাকেই নিতে হবে বলে উল্লেখ করা হয়েছে। আর সেজন্য সরাসরি বল টেম্পারিং করার সঙ্গে যুক্ত ব্যানক্রফটের শাস্তি কম হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :মার্চ ২৫, ২০১৮ ৮:১৪ অপরাহ্ণ