নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে অভিনব কায়দায় দইয়ের বাটিতে ইয়াবা বহনকালে তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
সিটিটিসি ইউনিট সূত্র জানায়, ফেইক কারেন্সি নোট প্রতিরোধে এই ইউনিটের একটি টিম রাজধানীর শাহবাগ থানাধীন আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের ৩ নং গেটের সামনে অভিযান চালায়। অভিযানকালে হাতেনাতে আটক করা হয় ইয়াবা বহনকারীদের। তাদের কাছে থাকা দইয়ের বাটি তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আরশাদ উল্লাহ (২৯), মোঃ রফিক (২৪) ও মোঃ হোসেন বেপারী (৩৬)। এ সময় তাদের হেফাজত থেকে দইয়ের প্লাস্টিক বাটিতে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

