স্পোর্টস ডেস্ক:
উইকেটের সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন রশিদ খান। ওয়ানডে শত উইকেটের ঠিকানায় পৌঁছলেন আফগান এই লেগ স্পিনার। আজ রবিবার বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের শেই হোপকে ফিরিয়ে রশিদ স্পর্শ করেন ওয়ানডেতে উইকেটের সেঞ্চুরি। সবচেয়ে কম ম্যাচ খেলে ও সবচেয়ে কম বয়সে এই মাইলফলক ছুঁলেন তরুণ লেগ স্পিনার।
দ্রুততম একশ উইকেটের আগের রেকর্ড এতটা ব্যবধানে ছাড়িয়ে গেলেন রশিদ যে এটিকে পেছনে ফেলা কঠিনই হবে। মাত্র ৪৪ ম্যাচেই নিয়েছেন ১০০ উইকেট। ৫২ ম্যাচে ১০০ ছুঁয়ে আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের।
স্টার্ক পেছনে ফেলেছিলেন সাকলায়েন মুশতাককে। সাবেক পাকিস্তানি অফ স্পিনার ১০০ উইকেট নিয়েছিলে ৫৩ ম্যাচে। নিউ জিল্যান্ডের শেন বন্ড নিয়েছিলেন ৫৪ ম্যাচে।
১০০ ছোঁয়ার দিন রশিদ খানের বয়স ১৯ বছর ১৮৬ দিন। এত কম বয়সে এই মাইলফলক স্পর্শ করতে পারেননি আর কেউ। ১০০ উইকেটে দ্রুততম হলেও ৫০ উইকেটে রশিদ ছিলেন অষ্টম দ্রুততম। ১৯ ম্যাচে উইকেটের হাফ সেঞ্চুরির রেকর্ড শ্রীলঙ্কার অজান্তা মেন্ডিসের। রশিদের লেগেছিল ২৬ ম্যাচ। সেখান থেকে পরের পঞ্চাশ উইকেট নিয়েছেন ১৮ ম্যাচেই।
২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েয়োতে ওয়ানডে অভিষেক রশিদের। অভিষেকে নিয়েছিলেন ১ উইকেট। পরের ম্যাচে উইকেটশূন্য। তবে লেগ স্পিনের জাদুতে দ্রুতই ছড়াতে থাকেন আলো, করে নেন নিজের জায়গা, আলোড়ন তোলেন ক্রিকেট বিশ্বে। এখন তাকে মনে করা হয় সীমিত ওভারে সময়ের সেরা স্পিনার।
দৈনিক দেশজনতা /এন আর