আন্তর্জাতিক ডেস্ক:
সম্প্রতি শ্রীলঙ্কায় ঘটে যাওয়া বৌদ্ধ-মুসলিম দাঙ্গার পেছনে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ইন্ধন ছিল। এক অনুসন্ধানী প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ব্রিটিশ বার্তা সংস্থা-রয়টার্স।
সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাজাপাকসের নির্দেশেই ক্যান্ডি রাজ্যে মুসলিমদের ঘর-বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন দেয়া হয়। এর সাথে যুক্ত ছিল স্থানীয় পুলিশ বিভাগ ও বৌদ্ধ রাজনীতিকরা।
সিসিটিভির ফুটেজে ধরা পড়ে, পার্লামেন্টারি পুলিশ ইউনিট ও স্পেশাল টাস্ক ফোর্স- এসটিএফ, ইমাম ও মুসলিমদের হয়রানি করছে। রয়টার্সের অনুসন্ধানে উঠে আসে, নিরাপত্তা ইস্যুতে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাকে ব্যর্থ প্রমাণের জন্যেই ছিল এ ষড়যন্ত্র।
অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন মাহিন্দা রাজাপাকসে। পুলিশ বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে।
বৌদ্ধ-মুসলিম দাঙ্গার জেরে চলতি মাসে শ্রীলঙ্কাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়।
দৈনিক দেশজনতা /এন আর