৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪০

যশোরে ট্রাকচাপায় নসিমন চালকসহ নিহত ৩

যশোর প্রতিবেদক:

যশোরের উপজেলার হাড়িখালি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি নসিমনকে চাপা দেয়ায় চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭ জন। রোববার বিকেলে এ ঘটনা ঘটেছে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, উপজেলার বাড়আঁচড়াগামী পন্য বোঝাই (বগুড়া-ট ১১-১৪৯২) ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হাড়িখালি মোড়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী নসিমনকে ধাক্কা দিলে এটির চালক, যাত্রী ও পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় নসিমন চালক বাগআঁচড়ার আব্দুল ওহাবের ছেলে নজরুল ইসলাম (৫৫), নাভারনের আব্দুল হোসেনের ছেলে আলম (৩৪) ও বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের লিটনের স্ত্রী রোকসানা (২৫) মারা যান।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শুভ্রা রাণী দেবনাথ জানান, আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশংকাজনক। তাই আমরা তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২৫, ২০১৮ ৬:৫১ অপরাহ্ণ