১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৪

বল টেম্পারিং কাণ্ডে স্মিথ-ওয়ার্নারের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক: 

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে স্বাগতিকদের বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে বল টেম্পারিংয়ের অভিযোগ স্বীকার করে বক্তব্য দেওয়ার পর এবার অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছেড়ে দিলেন স্টিভ স্মিথ। একই সঙ্গে সহ অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ডেভিড ওয়ার্নারও।

রোববার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক খবরে একথা জানিয়ে বলা হয়েছে, স্টিভ স্মিথ অধিনায়ক ও ডেভিড ওয়ার্নার সহ অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টের বাকি সময়ে অধিনায়কত্ব করবেন উইকেটরক্ষক টিম পেইন। তবে অধিনায়কত্ব বা সহ অধিনায়কত্ব ছাড়লেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে খেলোয়াড় হিসেবে ঠিকই মাঠে থাকবেন স্মিথ ও ওয়ার্নার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, ‘স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে আলোচনার পর তারা অধিনায়ক ও সহ অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে রাজি হন।’

তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টটি এগিয়ে নিতে হবে এবং এরই মাঝে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু গুরুত্বের সঙ্গেই বিষয়টির তদন্ত অব্যাহত রাখবো।’

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা চলাকালে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে। ওই সময় টেলিভিশনে দেখা যায়, অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফটের হাতে হলুদ একটা কিছু, যা দিয়ে তিনি বল বিকৃতির চেষ্টা করছেন। ঘটনাটি আরও পরিষ্কার হয় যখন তিনি বস্তুটি পকেটে রাখেন।

বিষয়টি দেখে টেলিভিশন আম্পায়ার জানান মাঠের আম্পায়ারদের। মাঠের আম্পায়াররা ব্যানক্রফটকে চ্যালেঞ্জ করলে তিনি পকেট থেকে সানগ্লাস বের করে দেখান। তবে তাতে আম্পায়রা সন্তুষ্ট হতে পারেননি। পরে ব্যানক্রফটের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উত্থাপন করা হয়।

নাটকীয়ভাবে দিনের খেলা শেষে অধিনায়ক স্মিথের সঙ্গে সংবাদ সম্মেলনে এসে বল টেম্পারিংয়ের কথা স্বীকার করেন ব্যানক্রফট। সে সময় অধিনায়ক স্মিথ এ ঘটনার দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আর কখনও এমনটা ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :মার্চ ২৫, ২০১৮ ৫:২৪ অপরাহ্ণ