নিজস্ব প্রতিবেদক:
এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় করা ঘুষ বাণিজ্যের ভিডিও ফুটেজের জের ধরে অবশেষে বরখাস্ত করা হয়েছে নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাব-রেজিস্ট্রার এসহাক আলী মন্ডলকে।
রবিবার দুপুরে আলোচিত এই সাব-রেজিস্ট্রারকে সাময়িক বরখাস্ত করেন ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন (আই.জি.আর) খান মোহাম্মদ আবদুল মান্নান। নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার (ডি.আর) সাবিকুন্নাহার বিষয়টি নিশ্চিত করেন।
এই কর্মকর্তা জানান, রবিবার সকালেই সাব-রেজিস্ট্রার এসহাক আলী মন্ডলকে আড়াইহাজার থেকে প্রত্যাহার করে নেয়া হয়। তার পরিবর্তে রূপগঞ্জের সাব-রেজিস্ট্রার রেজাউল করিম বকশিকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে দুপুরে ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন (আই.জি.আর) খান মোহাম্মদ আবদুল মান্নান আড়াইহাজারে সরেজমিন পরিদর্শনে আসেন। তিনি দলিল লিখকসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরে ঘুষ গ্রহণের প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ায় এসহাক আলীকে বরখাস্ত করেন।
দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিন ভূইয়া জানান, একজন স্থায়ী সাব-রেজিস্ট্রার পোস্টিং দিতে আই.জি.আর এর কাছে দাবি করা হয়। তাদের এ দাবি দ্রুত পূরণের আশ্বাস দিয়েছেন তিনি। এরপর দলিল লিখকদের কলম বিরতি কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাব-রেজিস্ট্রার এছহাক আলী মন্ডলের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইনে ফলাও এই সংবাদ প্রচারিত হয়। পরে কর্তৃপক্ষ তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়।
দৈনিক দেশজনতা /এন আর