২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:২৫

এইচএসসি পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে ঠিক হবে প্রশ্নের সেট

নিজস্ব প্রতিবেদক:
ফাঁস ঠেকাতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নপত্রের সেট নির্ধারণ করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, “পরীক্ষার ২৫ মিনিট আগে প্রশ্নের সেট নির্ধারিত হবে, লটারির মাধ্যমে ঢাকা বোর্ড সেট নির্ধারণ করবে।” এছাড়া এইচএসসিতেও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে হলে বসতে হবে বলেও জানান সচিব।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২রা এপ্রিল, তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ই মে পর্যন্ত। এ পরীক্ষা সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের নিয়ে রবিবার বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দু’টি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় অংশ নেন।

গেলো কয়েক বছর ধরে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে। সম্প্রতি শেষ হওয়া এসএসসি পরীক্ষায় প্রায় প্রতিটি বিষয়ে প্রশ্নপত্রই পরীক্ষা শুরুর ঘণ্টাখানেক আগে ফেসবুকে ও ইন্টারনেটে চলে আসে।

তাই প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটের গতি কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ার একদিন পর ওই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। এরপর সরকারের পক্ষ থেকে প্রশ্ন ফাঁসকারীদের ধরিয়ে দিলে শাস্তি দেয়ার ঘোষণা দেয়া হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২৫, ২০১৮ ৫:১৯ অপরাহ্ণ