বিনোদন ডেস্ক:
১৯৯৩ সালের ২৫ মার্চ। দর্শকের সামনে আসে এক নতুন জুটির সিনেমা, নাম ‘কেয়ামত থেকে কেয়ামত’। পরিচালক সোহানুর রহমান সোহান। ‘আনন্দমেলা সিনেমা লিমিটেড’-এর ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করেছিলেন সিরাজুল ইসলাম ও সুকুমার রঞ্জন ঘোষ। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল সালমান শাহ ও মৌসুমীর।
আর এর মাধ্যমে বাংলাদেশী সিনেমায় নায়িকা মৌসুমীর অভিনয়ের ২৫ বছর পূর্ণ হচ্ছে আজ। চলচ্চিত্রে ২৫ বছর পূর্ণ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখতে দেখতে এতটা বছর পেরিয়ে গেল ভাবাই যায় না। আজ ভীষণভাবে মনে পড়ছে আব্বুর কথা। মনে পড়ছে আমার প্রথম চলচ্চিত্রের হিরো সালমান শাহ এবং মান্না ভাইয়ের কথা। কৃতজ্ঞ ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ ও রফিকুর রহমান রেকু ভাইয়ের প্রতি। কৃতজ্ঞ ক্যাসেন্ড্রা লিমিটেডের প্রধান শাকিব লোহানী, পরিচালক সোহান ভাই, যাদের চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছি চাষী ভাই, নারগিস আপা এবং রাজের প্রতি।
ক্যারিয়ারের এই রজত জয়ন্তীতে এসে মৌসুমী বলেন, আজকের দিনে তেমন কোনো পরিকল্পনা নেই। ভক্তদের সঙ্গে দিনটি কাটাচ্ছি। তারা আমাকে আজ সকাল থেকেই তাদের উপহার, শুভেচ্ছায় সিক্ত করছে। আমি এতে অনেক মুগ্ধ। বিকেলে কেকও কাটা হবে। পরিবারের পক্ষ থেকে সানী, ফারদিন ও ফাইজা আমাকে শুভেচ্ছা জানিয়েছে। তাদের সঙ্গে সময় কাটাতে পেরেও আমি ধন্য। বলতে পারেন আমার কাছে এটাই সর্বোচ্চ উপহার।
চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তীতে আজ ‘মৌসুমী ফ্যান ক্লাব’ মৌসুমী ও সালমান শাহকে নিয়ে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করেছে; যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌসুমী, শ্রদ্ধা ভরে স্মরণ করা হবে সালমান শাহকে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রনায়ক ওমর সানী। তিনি বলেন, ‘রজতজয়ন্তীতে মৌসুমীকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। পরম ভালোবাসা নিয়ে স্মরণ করছি সালমান শাহকে। আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।’
দৈনিকদেশজনতা/ আই সি