১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩১

সোনমের বিয়ে ১১ মে

বিনোদন ডেস্ক:

বিদেশের মাটিতে বিয়ে করা যেন দিনে দিনে রীতিতে পরিণত হচ্ছে বলিউড তারকাদের। আনুশকা শর্মার পর এবার সেই দলে নাম লেখালেন বলিউডের ফ্যাশন আইকন অভিনেত্রী সোনম কাপুর। সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে খুব শিগিগিরই বহু দিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। ইতিমধ্যে পুরোদমে শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি। শোনা যাচ্ছে, আগামী ১১ মে জেনেভাতে সম্পন্ন হবে তাদের বিয়ের অনুষ্ঠান।

সোনম ও আনন্দের বিয়ের অনুষ্ঠানের দায়িত্বে থাকা প্লানিং টিম গণমাধ্যমকে জানিয়েছে, বিয়ের তারিখ এবং জায়গা পাকা হয়ে গেছে। এখন চলছে ফ্লাইট বুকিংয়ের পর্ব। সোনমের বাবা বলিউড সুপারস্টার অনীল কাপুর নিজে ফোন করে সকল অতিথিদের দাওয়াত দিচ্ছেন। সঙ্গীত ও মেহেন্দি অনুষ্ঠানের পর খাঁটি হিন্দু রীতি মেনে বিয়ে হবে সোনম ও আনন্দের।

শুরুতে কাপুর পরিবার ঠিক করেছিলেন, বিয়ের অনুষ্ঠান হবে জয়পুর বা উদয়পুরে। কিন্তু সম্প্রতি জেনেভাতে কাজে গিয়ে সেই জায়গাটা সোনমের এতটাই পছন্দ হয়ে যায় যে, তৎক্ষনাৎ সিদ্ধান্ত নেন, জেনেভাতেই করবেন বিয়ের সকল অনুষ্ঠান। বিয়ের আগে হবে এনগেজমেন্টের অনুষ্ঠানও। উপস্থিত থাকবেন শুধু নিকট আত্মীয়রা। তবে এনগেজমেন্টের অনুষ্ঠান কোথায় হবে তা এখনও ঠিক হয়নি।

সোনম ও আনন্দের বিয়ের সমস্ত পোশাক ডিজাইনের দায়িত্ব দেয়া হয়েছে আবু জানি ও সন্দীপ খোলসাকে। রাল্ফ এন্ড রুসোর ডিজাইনার পোশাকও থাকবে বিয়ের অনুষ্ঠানে। সোনম অবশ্য বর্তমানে ছুটি কাটাচ্ছেন অস্ট্রিয়ার একটি স্পা রিসর্টে। এদিকে পরিবারের পক্ষ থেকে চলছে বিয়ের প্রস্তুতি।

এর আগে গত বছর দেশ ছেড়ে সুদূর ইতালির তাসকানিতে বিয়ের অনুষ্ঠান সারেন তারকা জুটি আনুশকা শর্মা ও বিরাট কোহলি। রাজকীয় সে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধু বর ও কনের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধব এবং দুই পরিবারের লোকজন। তাদের সে বিয়ে নিয়ে ইন্ডাস্ট্রিতে অনেক চর্চা হয়েছে। এবার অনীল কন্যার বিয়ে নিয়ে কতটা চর্চা হয় সেটা দেখার জন্যই অপেক্ষা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৫, ২০১৮ ১১:১০ পূর্বাহ্ণ