১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

মিউজিক ভিডিওর শুটিংয়ে ফারিয়া

বিনোদন ডেস্ক:

পর্দায় অভিনেতা-অভিনেত্রীদের চরিত্র সঠিকভাবে উপস্থাপন করতে কত আয়োজন রাখতে হয় সিনেমার পরিচালককে। বিশেষ করে তারকাদের পরিধেয় জামা-কাপড় নিয়ে নানারকম পরিকল্পনা থাকে। যদিও এ দায়িত্বটি কস্টিউম ডিজাইনার পালন করে থাকেন। অনেক সময় দেখা যায় শুটিংয়ে তারকারা অস্বাভাবিক জামাকাপড় পরিধান করেন। মূলত সুন্দরভাবে গল্প ফুটিয়ে তুলতেই এটি করে থাকেন তারা।

সম্প্রতি এমনটিই দেখা গেল ঢাকাই ছবির নায়িকা নুসরাত ফারিয়ার বেলায়। শুটিংয়ে প্রায় ৭ কেজি ওজনের একটি প্যান্ট পরে শুটিং করলেন। গত ১৮ ও ১৯ মার্চ ভারতের মুম্বাইয়ে ‘পটকা’ নামের গানটির চিত্রায়ণ হয়েছে। গানটি ফারিয়া নিজেই গেয়েছেন। সিনেমার আদলেই এর ভিডিও নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন এ নায়িকা। ভিডিও পরিচালনা করেছেন কলকাতার বাবা যাদব।

রকিব রাহুলের লেখা ‘পটকা’র সুর ও সঙ্গীত করেছেন প্রীতম হাসান। এমন কস্টিউম প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘এত ভারি পোশাক পরে কাজ করা হয়নি। খুব কষ্ট হয়েছে। এখনও শরীর ব্যথা হয়ে আছে। তবে দর্শকের জন্যই এই কষ্টটা করেছি। যাতে তারা নতুন কিছু পান।’ জানা গেছে, আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে গানটি ফারিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৪, ২০১৮ ১২:৪২ অপরাহ্ণ