১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১২

শীতলক্ষ্যায় ট্রলারের ধাক্কায় নৌকাডুবি: নিখোঁজ ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি:  

নারায়ণগঞ্জের রুপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলারের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকার পাঁচ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রুপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজদের উদ্ধার করার জন্য অভিযান চলছে।

তিনি আরও জানান, সুলতানা কামাল ব্রিজ সংলগ্ন শীতলক্ষ্যা নদীর দক্ষিণ রুপসী ঘাট থেকে একটি নৌকা পূর্বপাড়ের উদ্দেশে রওনা দেয়। এসময় একটি বালুবাহী ট্রলারের সঙ্গে ধাক্কা লাগায় নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে প্রায় ১৪-১৫ জন যাত্রী ছিল। এর মধ্যে ৫ জন নিখোঁজ রয়েছেন, বাকিরা সাঁতরে ওপরে উঠেছেন। নিখোঁজদের পরিচয় এখনও জানা যায়নি।

ওসি মনিরুজ্জামান জানান, নৌকাডুবির খবর পেয়ে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। স্থানীয় নৌপুলিশ এবং রুপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে থেকে উদ্ধারকাজে সহায়তা করছে।

দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :মার্চ ২৪, ২০১৮ ১০:৫৯ পূর্বাহ্ণ