১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০০

দেব-মিমিকে নিয়ে হইচই

বিনোদন ডেস্ক:

টলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী দেব ও মিমি চক্রবর্তী। ২০০৬ সাল থেকে রুপালি পর্দা দাপড়ে বেড়াচ্ছেন দেব। অন্যদিকে ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন মিমি চক্রবর্তী। একই বছর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমার মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এই নায়িকা।

২০১৪ সালে ‘যোদ্ধা-দ্য ওয়ারিয়র’ সিনেমার মাধ্যমে প্রথম জুটি বেঁধে পর্দায় হাজির হন দেব-মিমি। পরের বছর ‘শুধু তোমারই জন্য’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন তারা। এরপর দীর্ঘ তিন বছর আর একসঙ্গে দেখা যায়নি তাদের। বিরতি ভেঙে ‘হইচই’ নামের সিনেমায় আবারো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন দেব-মিমি। এটি পরিচালনা করবেন অনিকেত চ্যাটার্জি। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করছেন দেব। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

ভিন্ন ঘরানার পরপর তিনটি সিনেমায় কথিত প্রেমিকা রুক্মিনির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন দেব। তাই অনেকেরই ভাবনা ছিল অন্য নায়িকার সঙ্গে বোধহয় আর জুটি বাঁধবেন না এ অভিনেতা। নতুন সিনেমায় মিমিকে নিয়ে অভিনয় করছেন। এতে অন্যান্যরা ঈর্ষান্বিত হবেন কিনা এমন প্রশ্নের উত্তরে মিমি চক্রবর্তী বলেন, ‘অন্যদের কথা কী করে বলব বলুন, তবে আমি সিনেমাটির অংশ হতে পেরে খুবই খুশি। অনেকদিন পর দর্শক দেব-মিমির জুটি দেখতে পাবেন। আশা করছি, সকলের ভালো লাগবে।’

কমেডি ঘরানার গল্প নিয়ে নির্মিত হবে ‘হইচই’। এ প্রসঙ্গে দেব বলেন, ‘কমেডিটাও তো আমার দখলে। এতদিন পর দর্শক আমায় সিরিয়াসলি নিতে শিখেছেন। প্রায় চার বছর পর আমি ফের এ ধরনের বাণিজ্যিক সিনেমা করছি।’

চলতি মাসের শেষের দিকে উজবেকিস্তানে সিনেমাটির শুটিং শুরু হবে। কিন্তু হঠাৎ এমন অদ্ভুত লোকেশন কেন সিনেমাটির শুটিং করছেন? এমন প্রশ্নের জবাবে পরিচালক অনিকেত বলেন, ‘সিনেমাটিতে দেব ঘর জামাই। বাকি চরিত্রদের মধ্যে কেউ গ্যারেজ মেকানিক, কেউ প্রমোটার, কেউ গুণ্ডা আবার কেউ টলিউডের জুনিয়র অ্যাক্টর! তারা প্রত্যেকেই জীবন নিয়ে আশাহত। তাই তারা ফুর্তি করতে যায় উজবেকিস্তানে। সেখানে গিয়ে শুরু হয় হইচই। অনেকেই হয়তো জানেন না, এই দেশে এখন ফুর্তি করতে যাওয়া পছন্দের দেশের তালিকার অন্যতম।’

তিনি আরো বলেন, ‘‘সিনেমাটি অনেকটা ‘গোলমাল’ সিরিজের মতো। যাকে নির্ভেজাল কমেডি বলে। তবে রিমেক নয়।  এই সিনেমার চিত্রনাট্য অনেক আগেই তৈরি করেছিলাম। কিন্তু  ‘কবীর’ সিনেমার গল্প ভীষণ পছন্দ হওয়ায় সেই সিনেমাটি আগে করার সিদ্ধান্ত নেন দেব। নয়তো, কমেডিটাই আগে করতে চেয়েছিলেন তিনি।’’

দেব-মিমি ছাড়াও এতে আরো অভিনয় করবেন খরাজ মুখার্জি, শাশ্বত চ্যাটার্জি, কনীনিকা ব্যানার্জি, প্রিয়াঙ্কা সরকার, অর্ণ মুখার্জি, পূজা ব্যানার্জিসহ অনেকে। সিনেমাটি আগামী দুর্গা পূজায় মুক্তির কথা রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :মার্চ ২৪, ২০১৮ ১০:৪৫ পূর্বাহ্ণ