১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৩

আওয়ামী লীগের কার্যালয় থেকে ২৩ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় থেকে ২৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার রানীহাটি ইউনিয়নের  বহরম মোড়ের ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক মঞ্জুর রহমান জানান, ককটেল মজুদের সংবাদ পেয়ে ওই আওয়ামী লীগ কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় কার্যালয়ের ভেতরে বাজারের পাঁচটি ব্যাগে রাখা লাল ও কালো স্কচটেপ মোড়ানো ২৩টি ককটেল পাওয়া যায়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২৩, ২০১৮ ২:৫০ অপরাহ্ণ