বিনোদন ডেস্ক:
অভিনয়ে তিনি বেশ পটু। তবে একটি বিষয় তাকে ভীষণ ভাবায়। বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন থাকতেন সবসময়; সেটি হল গণিতশাস্ত্র। তিনি ‘কৃষ’ অভিনেতা হৃতিক রোশন।
অন্যান্য বছরের তুলনায় বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় গণিতে ভালো পরীক্ষা দেওয়ার পর শিক্ষার্থীদের উল্লাস দেখে টুইট করে শুভেচ্ছা জানান হৃতিক।
টুইটে তিনি বলেন, ‘আমার স্কুলজীবনে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়গুলির মধ্যে একটি ছিল গণিত। আমি একটি ছবিতে গণিতের শিক্ষক হিসেবে অভিনয় করবো বলে জেনে খুবই ভালা লাগছে।’
প্রসঙ্গত, বিকাশ ভেল প্রযোজিত সুপার-৩০ ছবিতে একজন গণিত শিক্ষকের ভূমিকায় দেখা যাবে হৃতিক রোশনকে। ছবিটি আগামী বছরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: গালফ নিউজ
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

