১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৬

সোশ্যাল মিডিয়ায় মারা গেলেন শোয়েব আখতার!

স্পোর্টস ডেস্ক: 

পাকিস্তানের সাড়া জাগানো ক্রিকেটার গতিদানব শোয়েব আখতার ৪২ বছর বয়সে মারা গেছেন বলে খবর ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। তবে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এ খবরকে জোকস বলে নাকচ করে দিয়েছেন।

জানা গেছে, গত মঙ্গলবার আশান কামাল পাশা নামে এক পাকিস্তানি ফেসবুকে পোস্ট করেন- দুঃসংবাদ। আজ সকালে একটি ফলের দোকানের সামনে শোয়েব আখতার(রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস) মারা যান। বয়স হয়েছিল ৪২ বছর।

এ খবর মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে। মৃত্যুর খবর শোয়েব আখতারের কানেও পৌঁছায়। নিজের মৃত্যুর এমন গুজবকে উড়িয়ে দিয়ে টুইট করেন তিনি।

টুইটে শোয়েব লেখেন- প্রতিদিন ওই ফলের দোকানের কাছ দিয়ে আমি যাতায়াত করি। এটি কি জোকস ছিল! দারুণ চেষ্টা করেছেন ভাই।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন পাকিস্তানের অন্যতম সেরা ফাস্টবোলার শোয়েব।

এর পর নিজের মতো গতিদানব গড়ে তুলতে পাকিস্তানের প্রত্যন্ত অলিগলি থেকে তরুণ ফাস্টবোলারদের খুঁজে বের করে প্রশিক্ষণ দিচ্ছেন শোয়েব। এ ছাড়া বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গেও তিনি যুক্ত আছেন।

উল্লেখ্য, এর আগে আরেক পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল সামাজিকমাধ্যমে। তখন তিনিও টুইট করে নিজের বেঁচে থাকার কথা বলেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :মার্চ ২৩, ২০১৮ ২:৫৭ অপরাহ্ণ