১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৯

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। বুধবার কাবুলের একটি মাজারের কাছে চালানো এ হামলায় আরো ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

কাবুলের বাসিন্দারা ফার্সি নববর্ষ নওরোজ উত্সবের ছুটি পালনকালে হামলাটি চালানো হয়। কাবুলের কার্ত ই সাকি মাজারের কাছে এক বোমারু বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয় বলে জানিয়েছেন আফগানিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নাসরাত রাহিমি। এর আগেও এই মাজারটি লক্ষ্য করে কয়েকবার হামলা চালিয়েছিল জঙ্গিরা। নগরীর প্রধান বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত শিয়া সমপ্রদায়ের মাজারটি থেকে লোকজন বের হয়ে আসার সময় হামলাটি চালানো হয়।

প্রাচীন পারসিক উত্সব নওরোজ বসন্তের শুরুতে উদযাপিত হয়। পুরো আফগানিস্তান জুড়ে এই উত্সব ব্যাপকভাবে পালিত হয়। কিন্তু দেশটির কিছু কট্টরপন্থি গোষ্ঠী এই উত্সবকে অনৈসলামিক বলে বিবেচনা করে।

প্রকাশ :মার্চ ২২, ২০১৮ ৩:৪২ অপরাহ্ণ