১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০১

সোনায় মোড়ানো আইফোন এক্স

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক:

রাশিয়ার বিলাসী পণ্য নির্মাতা প্রতিষ্ঠান কেভিয়ার সোনায় মোড়ানো আইফোন এক্স বাজারে আনলো। এতে ২৪ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফোনের গায়ে শোভা পাচ্ছে মূল্যবান পাথর।

এর আগে ক্যাভিয়ার আইফোন এবং স্যামসাংয়ের ফ্লাগশিপ ফোনগুলোর বিলাসী ভার্সন আনে। এতে সোনা ও হীরা ব্যবহার করা হয়েছিল।

রাশিয়ায় পুননির্বাচিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জয়লাভকে কেন্দ্র করে কেভিয়ার তাদের নতুন ফোনটি এনেছে।

রাশিয়ার সদ্য শেষ হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে ৭৬ দশমিক ৬৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

কেভিয়ারের নতুন গোল্ডেন আইফোন এক্সের কেসিংয়ের ফ্রেন্সি স্টিকার ব্যবহার করা হয়েছে। পুরো ফোনটাই সোনার প্রলেপে মোড়ানো। ব্যাক কভারের ঠিক মাঝখানে পুতিনের ছবি।

৬৪ জিবি ভার্সনের ২৪ ক্যারেট গোল্ডের আইফোন এক্স’র দাম ৪৬০০ ডলার। অরিজিনাল ভার্সনটি অ্যাপল বিক্রি করেছে ৯৯৯ ডলারে।

প্রকাশ :মার্চ ২২, ২০১৮ ৩:৩৭ অপরাহ্ণ