স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ও টি-টুয়েন্টিতে স্টুয়ার্ট ব্রডের অভিষেক ২০০৬ সালে। ২০০৭ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের যুবরাজ সিং এই পেসারের ওভারে ৬টি ছয় হাঁকিয়েছিলেন। এরপর ভেঙে পড়েননি ব্রড। সেবছরের শেষে টেস্ট অভিষেক হয় তার। তখনকার ২০ বছরের যুবা ব্রডের বয়স এখন ৩১। বয়সের সাথে উইকেটের ক্ষুধাটাও যে বেড়েছে তা বুঝিয়ে দিলেন মাইলফলক স্পর্শ করে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাত্র দ্বিতীয় ইংলিশ বোলার হিসেবে ৪০০ টেস্ট উইকেটের মালিক হয়েছেন ব্রড।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি দিবা-রাত্রির টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২০.৪ ওভারে মাত্র ৫৮ রান অল আউট হয় ইংল্যান্ড। কিউইরা ব্যাট করতে নামলে ডিনার ব্রেকের পর ওপেনার ল্যাথামকে ক্যাচ বানিয়ে নিজের ৪০০তম উইকেটটি পান ব্রড। রিপোর্ট লেখার সময় পানীয় বিরতি চলছিল। নিউজিল্যান্ডের স্কোর ছিল ৪৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৮ রান।
দৈনিক দেশজনতা/এন এইচ