১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৯

টেস্ট ৪০০ উইকেটের মালিক হয়েছেন স্টুয়ার্ট ব্রড

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ও টি-টুয়েন্টিতে স্টুয়ার্ট ব্রডের অভিষেক ২০০৬ সালে। ২০০৭ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের যুবরাজ সিং এই পেসারের ওভারে ৬টি ছয় হাঁকিয়েছিলেন। এরপর ভেঙে পড়েননি ব্রড। সেবছরের শেষে টেস্ট অভিষেক হয় তার। তখনকার ২০ বছরের যুবা ব্রডের বয়স এখন ৩১। বয়সের সাথে উইকেটের ক্ষুধাটাও যে বেড়েছে তা বুঝিয়ে দিলেন মাইলফলক স্পর্শ করে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাত্র দ্বিতীয় ইংলিশ বোলার হিসেবে ৪০০ টেস্ট উইকেটের মালিক হয়েছেন ব্রড।

অকল্যান্ডে ক্যারিয়ারের ১১৫তম টেস্ট খেলছেন ব্রড। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে টম ল্যাথামের উইকেটটি নিয়ে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। ক্যারিয়ারে ১৫ বার ইনিংসে ৫ উইকেট ও ম্যাচে ২ বার ১০ উইকেট পেয়েছেন এই ডানহাতি। ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে ৪০০ টেস্ট উইকেট পান নতুন বলে ব্রডের দীর্ঘদিনের সঙ্গী পেসার জেমস অ্যান্ডারসন। তার এই মাইলফলক ছুঁতে লেগেছিল ১০৪ টেস্ট। বর্তমানে তার উইকেট সংখ্যা ৫২৫টি। দ্রুততম ৪০০ উইকেট নেয়ার তালিকায় ব্রড যৌথভাবে ১৪ নম্বরে আছেন কপিল দেবের সাথে। মাত্র ৭২ টেস্টে এই কীর্তি গড়ার দ্রুততম রেকর্ড শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি দিবা-রাত্রির টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২০.৪ ওভারে মাত্র ৫৮ রান অল আউট হয় ইংল্যান্ড। কিউইরা ব্যাট করতে নামলে ডিনার ব্রেকের পর ওপেনার ল্যাথামকে ক্যাচ বানিয়ে নিজের ৪০০তম উইকেটটি পান ব্রড। রিপোর্ট লেখার সময় পানীয় বিরতি চলছিল। নিউজিল্যান্ডের স্কোর ছিল ৪৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৮ রান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২২, ২০১৮ ১:২৪ অপরাহ্ণ