১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৩

সিরাজগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১১ জন

 

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের তাড়াশে ৩ দিনে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলা সদরের সাহেব বাজার ও বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, তাড়াশ পৌর শহর এলাকায় ও আশে-পাশের গ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে গেছে। গত ৩ দিনে পৌর এলাকার শিশু সুপ্তি দাশ (৩), আন্জু খাতুন (২৫), রুবেল (৯), ফাতেমা (১৮), বিনসাড়া গ্রামের কোবাদ আলী (৩৫), ফরমান আলী (২২), জেসমিন আক্তারসহ (২৫) মোট ১১ জনকে পাগলা কুকুর কামড়ায়।

পৗর বাসিন্দা সনাতন দাশ জানান, হাসপাতাল এবং পৌরসভায় কুকুর কামড়ের ভ্যাকসিন না পেয়ে আক্রান্তরা বেশি মূল্যে বাজার থেকে প্রতিষেধক ভ্যাকসিন কিনতে বাধ্য হচ্ছেন।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. শিমুল তালুদার জানান, প্রতিদিন হাসপাতালে কুকুর কামড়ের রোগী আসছে। কুকুর কামড়ের প্রতিষেধক ভ্যাকসিন এখানে সরবরাহ নেই।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২২, ২০১৮ ১:৩০ অপরাহ্ণ