২৩শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:০৩

চাঁপাইনবাবগঞ্জে ১০টি স্বর্ণের বার উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে  চাঁপাইনবাবগঞ্জ-৫৯ বিজিবি। বুধবার দিবাগত রাতে স্থলবন্দরের পানামা র্পোট লিংকের এক নম্বর গেটের কাছে পরিত্যক্ত অবস্থায় ব্যাগের ভেতর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ১৬০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা।

বৃহস্পতিবার সকাল ১০ টায় ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ আলী সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান।

এসময় তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো জেলা প্রশাসকের ট্রেজারি ভোল্টে জমা দেয়া হবে। স্বর্ণের বার উদ্ধারের ঘটনা চাঁপাইনবাবগঞ্জে এটাই প্রথম বলে তিনি জানান।

কে বা কারা এসব স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযান পরিচালনার স্বার্থে বিষটি গোপন রাখা হলো।সীমান্তে সকল ধরনের অবৈধ চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২২, ২০১৮ ১২:৪৯ অপরাহ্ণ