১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১২

ষড়যন্ত্র করে আ’লীগ দেশে-বিদেশে ধিকৃত নিগৃহীত : রিজভী

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, যুক্তরাজ্য ও জেনেভায় আওয়ামী লীগ ও সরকারের নেতা-মন্ত্রীরা কীভাবে অপদস্থ হয়েছেন তা দেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে। তাই বলতে চাই, কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সফল হবে না বরং দেশে-বিদেশে তারা ধিকৃত এবং নিগৃহীত হচ্ছে।
আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণে প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপিরএই নেতা।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহদপ্তর সম্পাদক বেলাল আহমদ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শামসুর রহমান তোপা প্রমুখ।

রুহুল কবির রিজভী বলেন, জনগণের সমর্থন না থাকায় আওয়ামী লীগ দিশেহারা হয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে। বেশ কয়েকটি দেশে তাদের নেতাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে বলে দাবি করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, শাহবাগে অবস্থিত ‘শহীদ জিয়া শিশু পার্ক’-এর নাম থেকে ‘শহীদ জিয়া’ শব্দদ্বয় মুছে ফেলা হচ্ছে। মানুষের হৃদয় থেকে শহীদ জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না বলেও মন্তব্য করেন রিজভী।

বিএনপির এ নেতা বলেন, সরকার আবারও ২০১৪ সালের ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করতে বিভিন্ন দেশে লবিং করছে। আওয়ামী লীগ একতরফা ভোট করতে যতই ষড়যন্ত্র করুক, তারা আর সফল হবে না। জনগণ তাদের সব চক্রান্ত রুখে দেবে। তিনি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি প্রশ্ন রেখে বলেন, অন্যায় আর পাপের সাগরে ডুবে আপনি কি ভেবেছেন চিরদিন রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করে রাখবেন? আপনার অবৈধ ক্ষমতার মখমল চেয়ারের চার পায়ে যে উইপোকা ধরেছে, সেটি আপনি টের পাচ্ছেন না। পতন কিন্তু বলে কয়ে আসে না। উত্তরের কালবৈশাখী ঝড়ের মতো কখন যে সেই গদি উল্টে যাবে, তা অনুধাবন করতে পারছেন না আপনি?

তিনি বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন দেশে বিদেশে কোথাও এই ভোটারবিহীন সরকার গ্রহণযোগ্যতা পায়নি। বিদেশি বন্ধুরা তাদের প্রশ্ন করছেন, আগামী নির্বাচন কি আবারও ভোটারবিহীন হবে, নাকি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে?

রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের জিম্মি করে আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করা হচ্ছে। বর্তমানে দেশে গণতন্ত্র স্বরবিদ্ধ, সুশাসন আওয়ামী চাকায় পিষ্ট। এই গণতন্ত্রহীন দেশে লুটপাটের নামে জনগণের টাকা আত্মসাৎকে এরা উন্নয়ন বলছে। রিজভী বলেন, জিয়াউর রহমানের নাম মুছে ফেলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান ভোটারবিহীন সরকার। এর আগে এই অবৈধ সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে তার নামফলক, ম্যুরাল ভেঙে ফেলা এবং ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে উৎখাত করা হয়েছে। এখন জিয়া শিশু পার্কের নামও মুছে ফেলার চক্রান্ত হচ্ছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

রিজভী বলেন, সরকার শহীদ জিয়ার নাম মুছে ফেলার ঘৃণ্য উদ্যোগ নিলেও জাতির হৃদয় থেকে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না। তিনি আছেন, থাকবেন যুগযুগ ধরে কোটি কোটি মানুষের অন্তরে। আমি বিএনপির পক্ষ থেকে সরকারের এ ধরনের উদ্যোগের প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি প্রতিহিংসার উদ্যোগ থেকে সরকারকে সরে আসারও আহবান জানান রিজভী।

তিনি বলেন, সরকারের আজকের (২২ মার্চ-এর) কর্মসূচি সমগ্র জাতির সঙ্গে কিছু বিকৃত মানুষের এক তামাশা। গোটা ঢাকা শহরের রাস্তাঘাট অচল হয়ে গেছে, জনজীবন হয়ে গেছে সম্পূর্ণভাবে স্থবির, ঘণ্টার পর ঘণ্টা মানুষ রাস্তায় আটকা পড়ে আছে। সরকার বলছে, জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি করতে দেয়া হবে না। অথচ সরকারই জনদুর্ভোগ সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করছে।

’যুদ্ধাপরাধীরা বিএনপিকে নিয়ন্ত্রণ করছে’- গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব বলেন, এটি সরকারের একটি ঘৃণ্য চক্রান্ত। বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়েও তাদের ষড়যন্ত্র থেমে নেই। বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের জন্য সরকারের একটি সেল রয়েছে। সেসব সেল থেকে এসব অনলাইনে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এসব নিউজ করানো হচ্ছে। এসবের মূল টার্গেট হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সম্মানহানি করা।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ২২, ২০১৮ ১২:৫৮ অপরাহ্ণ