১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৭

পাকিস্তানে ঢুকবে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: 

আফগানিস্তান থেকে পালিয়ে আসা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে পাকিস্তানে অভ্যন্তরে প্রবেশের কথা নাকচ করে দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারত ও আফগানিস্তানের সংবাদ মাধ্যমের জন্য দেয়া ব্রিফিংয়ে এ কথা জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র হিদার নোয়ার্ট।

তিনি আরো বলেন, আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতার বিঘ্ন না ঘটিয়ে পাকিস্তান যদি তার দেশের সীমানার মধ্যে সন্ত্রাসীদের রাখতে চায় তবে তা করতে পারে।

তিনি আরো বলেন, আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনারা কেবল সেদেশের অভ্যন্তরে তৎপরতা চালাবে। আফগান সীমানার বাইরে মার্কিন সেনাদের তৎপরতা চালানোর অনুমতি নেই বলেও জানান তিনি।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ৬:১৫ অপরাহ্ণ