১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৭

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাজারের সামনে হামলায় ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন। কর্মকর্তারা বলছেন, এটি একটি সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলা বলে মনে করছেন তারা। খবর বিবিসির।

প্রাথমিক খবরে বলা হয়েছে, আফগান নতুন বছর নওরোজ উদযাপনে জড়ো হওয়া লোকদের ভিড়ে ওই হামলা চালানো হয়।

হতাহতের মধ্যে অধিকাংশ সংখ্যালঘু শিয়া গোষ্ঠীর। এদিকে বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তাৎক্ষণিকভাবে কেউই এ হামলার দায় স্বীকার করেনি। সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে শিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে। ওইসব হামলার বেশির ভাগই চালিয়েছে ইসলামিক স্টেট (আইএস)।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, একজন আত্মঘাতী হামলাকারী সাখি মাজারে পায়ে হেঁটে বোমার বিস্ফোরণ ঘটায়। ওই মাজারের পাশেই আলি আবাদ হাসপাতাল ও কাবুল বিশ্ববিদ্যালয়ের অবস্থান।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ৫:৫৫ অপরাহ্ণ