২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৫

অবৈধ সম্পদের খোঁজে এ কে আজাদকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক:

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য এফবিসিআইয়ের সাবেক সভাপতি, একাধিক গণমাধ্যমেরর ও হা-মীম গ্রুপের মালিক একে আজাদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

আগামী ৩ এপ্রিল ঢাকার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে হবে। দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, বুধবার তলবের নোটিস এ কে আজাদকে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে একে আজাদের গুলশানের বাড়িতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে রাজউক। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে তার ডুপ্লেক্স বাড়ির এক-তৃতীয়াংশ ভেঙে দেয়া হয়। এ অভিযানে অর্ধশত পুলিশ ও অর্ধশত উচ্ছেদকর্মী অংশ নেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ৬:২৫ অপরাহ্ণ