১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৯

সাঈদের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক ও শাহবাগ থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান সাঈদ হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকাল ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম সাইদুর রহমান সাঈদ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি-কে সুসংগঠিত ও গতিশীল করতে যে অসামান্য অবদান রেখেছেন তা নেতাকর্মীরা কোনদিন ভুলবে না। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রাণিত করবে। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন মরহুমের শোকাহত পরিবারবর্গকে এই শোক সহ্যের ক্ষমতা দান করেন। আমি মরহুম সাইদুর রহমান সাঈদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
অপর এক শোকবার্তায় বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিব উন নবী খান সোহেল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক ও শাহবাগ থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান সাঈদ এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি-কে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে মরহুমের বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করে হাবিব উন নবী খান সোহেল তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ২:৫৭ অপরাহ্ণ