মারুফ শরীফ, দেশজনতা প্রতিনিধি :
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সংসদীয় আসন পুনর্বিন্যাস বিষয়ে দলের ৭৮টি সাংগঠনিক জেলা তৃণমূলের মতামত জানাতে চিঠি পাঠিয়েছে বিএনপি।
আগামী ২৪ মার্চের মধ্যে নিজ নিজ সাংগঠনিক জেলার নতুন আসন বিন্যাস বিষয়ে কোনো জটিলতা থাকলে তা চিহ্নিত করে লিখিতভাবে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
বিএনপির দফতর সূত্রে জানা গেছে, সোমবার দলের ৭৮টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর কেন্দ্র থেকে চিঠি পাঠানো হয়েছে।
সম্প্রতি ১৬টি জেলার ৩৮টি সংসদীয় আসনে পরিবর্তন এনে ৩০০ আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এসব আসন পুনর্বিন্যাসে সংশ্লিষ্ট জেলার নেতারা মাঠ পর্যায়ে কথা বলে তাদের যে কোনো আপত্তি কেন্দ্রকে জানাতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য সংসদীয় আসনেও যদি কোনো জটিলতা থাকে তাও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর বরাবর লিখিতভাবে জানাতে কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হয়েছে। পরে সেগুলো পর্যলোচনা করে কেন্দ্রের মাধ্যমে নির্বাচন কমিশনে তুলে ধারা হবে বলেও জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ দৈনিক দেশজনতাকে বলেন, বিএনপির ৭৮টি সাংগঠনিক জেলায় চিঠি পাঠানো হয়েছে। ইসির আসন বিন্যাসে বিষয়ে কোনো সমস্যা থাকলে তা লিখিতভাবে কেন্দ্রকে জানাতে বলা হয়েছে।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, সরকার ও নির্বাচন কমিশন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে একযোগে কাজ করছে। যে কারণেই তারা তাদের সুবিধামত আসন বিন্যাস করছে।
উল্লেখ্য, গত ১৪ মার্চ নির্বাচন কমিশন (ইসি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬টি জেলার ৩৮টি সংসদীয় আসনে পরিবর্তন এনে ৩০০ আসনের খসড়া তালিকা চূড়ান্ত করে।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানিয়ে ছিলেন, ঢাকার ৫টি, নারায়ণগঞ্জের ২টি, নীলফামারীতে ২টি, রংপুরে ৩টি, কুড়িগ্রামে ২টি, পাবনায় ২টি, মাগুরায় ২টি, খুলনায় ২টি, সাতক্ষীরায় ২টি, জামালপুরের ২টি, শরীয়তপুরের ২টি, মৌলভীবাজারের ২টি, ব্রাহ্মণবাড়িয়ার ২টি, কুমিল্লার ৪টি, নোয়াখালীর ২টি এবং চট্টগ্রামের ২টি আসনে পরিবর্তন আনা হয়েছে।
তিনি বলেন, এই তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করার পর কারো কোনো দাবি আপত্তি থাকলে ১ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত কমিশন বরার আবেদন করতে পারবেন। কমিশন দাবি আপত্তি শেষে ৩০ এপ্রিল সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বলেও জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
দৈনিক দেশজনতা/এন এইচ