২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২০

মাছ শিকার নিষেধাজ্ঞা অমান্য করায় ১৫ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার দায়ে ১৫ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জালসহ ৭টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।

মঙ্গলবার রাতে সদর উপজেলার চররমনী মোহন, বুড়ির ঘাট ও কমলনগর উপজেলার মতিরহাট এলাকায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে সদরের মজু চৌধুরীর হাট এলাকায় জব্দকৃত ৩০ হাজার মিটার কারেন্ট জাল প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আটককৃত জেলেরা হলেন- সদর উপজেলার চর রমনী মোহন এলাকার মফিজ, শামীম, বরিশালের মেহেদীগঞ্জের ফরিদ, ইসমাইল, ইউছুফ, আলামিন, রাকিব, রুবেল, জাহিদ, মান্নান, মোকলেছ, ছাইদুল, সহিদুল, বাহার ও ভোলার উত্তর ইলিশার আলা উদ্দিন।

পরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত প্রত্যেক জেলেকে তিন হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান।

জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্লাহ জানান, জাটকা সংরক্ষণ অভিযানে অংশ হিসাবে বিকেলে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে ঝটিকা অভিযান চালিয়ে মাছ শিকারের দায়ে ১৫ জেলেকে আটক করা হয়। এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জালসহ ৭টি ইঞ্জিন চালিত নৌকাও জব্দ করা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ১২:১৯ অপরাহ্ণ