১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৫

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণের বারসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করা হয়েছে। বুধবার সকালে দুবাই-ঢাকা ইকে ৫৮৬ বিমানে আসা দুই যাত্রীর কাছ থেকে ওই স্বর্ণ জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৭৮৪ গ্রাম। এর মূল্য দেড় কোটি টাকা। আটকরা হলেন- গুরজান্ট সিং ও অনীল কুমার। তারা ভারতীয় নাগরিক।

ঢাকা কাস্টম হাউস সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রীরা স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে যাত্রীর ব্যাগ স্ক্যান করে ও শরীর তল্লাশি করে ২৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। বারগুলো তাদের শরীরের বিভিন্ন জায়গায় লুকানো ছিল। যাত্রীদের থানাপুলিশে হস্তান্তর করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ১২:১৮ অপরাহ্ণ