২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৫

শেহরিন-শাহীনকে অস্ত্রোপচারের জন্য নেয়া হয়েছে ওটিতে

 

নিজস্ব প্রতিবেদক :

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় আহত শেহরিন আহমেদ ও শাহীন ব্যাপারীর অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে (ওটি) নেয়া হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে তাদের অস্ত্রোপচার রুমে প্রবেশ করানো হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। উল্লেখ্য, গত ১২ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে ৭১ আরোহী ছিলেন। তার মধ্যে ৫১ আরোহী নিহত হন।

উড়োজাহাজে চার ক্রুসহ ৩৬ বাংলাদেশি ছিলেন। এদের ২৬ জনই নিহত হয়েছেন। আহত হন ১০ জন।

এর মধ্যে গত বৃহস্পতিবার শেহরিন আহমেদকে নেপাল থেকে ঢাকায় আনা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

পরদিন শুক্রবার মেহেদী হাসান, সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা ও আলিমুন্নাহার অ্যানিকে ঢাকায় এনে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

শনিবার বিকেল ৪টার দিকে ঢামেক হাসপতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় শেখ রাশেদ রেজওয়ানকে। রোববার আনা হয় শাহীন ব্যাপারীকে এবং সবশেষ সোমবার বিকেলে ঢামেক হাসপতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় আহত কবীর হোসেনকে।

এদের মধ্যে শাহীন ব্যাপারী ও শেহরিন আহমেদের অবস্থা সবচেয়ে ক্রিটিক্যাল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ১২:০৯ অপরাহ্ণ