সৈয়দপুর প্রতিনিধি:
শেষ পর্যন্ত বাতিলই হলো সৈয়দপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। আর তাতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার দুপুর ১২টায় ৬৫ জন আরোহী নিয়ে উত্তরাঞ্চলের সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির ড্যাশ কিউ-৪০০ ফ্লাইটটি। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের ৪০ মিনিট পর উড়োজাহাজটি হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করানো হয়। তখন ক্রুটি সারিয়ে মঙ্গলবার রাতে বিমানটি গন্তব্যে অবতরণের আশ্বাস দেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তা বাতিল করা হলে যাত্রীরা বেকায়দায় পড়েন।
তবে যাত্রীরা তাদের টিকেটের মূল্য ফেরত পাবেন বলে রাতে গণমাধ্যমকে জানিয়েছেন বিমান বাংলাদেশের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, বিকেল ৩টার মধ্যেই বিমানটির ত্রুটি মেরামত করে উড্ডয়নের প্রস্তুতি নিলেও রানওয়ে ফাঁকা না পাওয়া ও অন্যান্য বাধার মুখে ফ্লাইটটি বাতিল করা হয়। তবে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা বিমানবন্দরের রানওয়ে ফাঁকা হলেও ডিউটি আওয়ার শেষ হওয়ায় সৈয়দপুর বিমানবন্দরের কন্ট্রোল রুমের কর্মকর্তারা আর উড্ডয়নের প্রস্তুতি নেননি।
এদিকে যাত্রীদের অভিযোগ, ফ্লাইট বাতিলের আগ পর্যন্ত কিছুই বলেনি কর্তৃপক্ষ। দুপুরে খাবারের পরিবর্তে সামন্য বিস্কুট দেয়া হয়েছে তাদের। তারা ব্যবস্থপনাগত ত্রুটিকেই দায়ী করেন। উল্লেখ্য, নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ড্যাশ উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ার এক সপ্তাহের ভেতরে বিমানের এই ঘটনা ঘটল।
দৈনিকদেশজনতা/ আই সি