১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:০৩

পদত্যাগ করলেন মিয়ানমারের রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক:

দায়িত্ব গ্রহণের দুই বছরের মাথায় মিয়ানমারের রাষ্ট্রপতি থিন কিউয়ে পদত্যাগ করেছেন। আজ বুধবার রাষ্ট্রপতির কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এ পদত্যাগের কথা জানায়।

চার দশক ধরে সামরিক শাসনে থাকা মিয়ানমার ২০১৬ সালের শুরুতে সাধারণ নির্বাচনে জিতে দেশটির নোবেলজয়ী নেত্রী অং সান সুচির দল ক্ষমতায় এলে থিন কিউয়ে রাষ্ট্রপতির শপথ নেন। তিনি সুচির-ঘনিষ্ট হিসেবে পরিচিত। যদিও এই পদ ছিল অনেকটাই আনুষ্ঠানিক। রাষ্ট্রপতির কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘চলতি দায়িত্ব-কর্তব্য থেকে বিশ্রাম নিতেই’ থিন কিউয়ে পদত্যাগ করেছেন।

স্থানীয় কয়েকটি গণমাধ্যমে গত কয়েক মাস ধরে থিন কিউয়ের শারীরিক অসুস্থতার কথা প্রচার করা হলেও তাঁর কার্যালয় থেকে এ ধরনের বিষয় অস্বীকার করা হয়েছে। রাষ্ট্রপতি দপ্তর থেকে বলা হয়েছে, মিয়ানমারের সংবিধানের ৭৩ (বি) ধারা অনুযায়ী, সাত কর্মদিবসের মধ্যে রাষ্ট্রপতির পদ পূরণ করতে হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ১২:০২ অপরাহ্ণ