১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৮

সুস্থ আছেন আমজাদ হোসেন

বিনোদন ডেস্ক:

সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেন। এখন তিনি পুরোপুরি সুস্থ এ তথ্য জানিয়েছেন তার ছেলে অভিনেতা-নির্মাতা সোহেল আরমান। তিনি বলেন, বাবা বেশ কয়েক মাস ধরে ক্ষুদ্রান্ত্রজনিত রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য গত ২রা মার্চ তাকে থাইল্যান্ড নিয়ে যাই। সেখানে সুকুমভিত হাসপাতালে তার ক্ষুদ্রান্ত্রে দু’টি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বাবা এখন সুস্থ আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তিনি বিপদমুক্ত। তাই ১৪ই মার্চ বাবাকে নিয়ে আমরা ঢাকায় ফিরি। তিনি এখন পুরোপুরি বিশ্রামে আছেন।
উল্লেখ্য, আমজাদ হোসেন একাধারে একজন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গল্পকার, অভিনেতা, গীতিকার ও সাহিত্যিক। তিনি ‘গোলাপী এখন ট্রেনে’, ‘ভাত দে’, ‘দুই পয়সার আলতা’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’র মতো কালজয়ী চলচ্চিত্রের নির্মাতা। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৩০টি চলচ্চিত্র নিজে নির্মাণ করলেও তার গল্পে নির্মিত হয়েছে অসংখ্য চলচ্চিত্র। এছাড়া তার নির্মাণে কিছু টিভি নাটকও ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ‘জব্বার আলী’ সিরিজের নাটক।

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ১১:৩১ পূর্বাহ্ণ