২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৪৩

তিন মামলায় শিমুল বিশ্বাসের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক:

নাশকতার অভিযোগে লালবাগ, মতিঝিল ও বাড্ডা থানার তিন মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসের জামিন আবেদন নাকচ করে  দিয়েছেন আদালত। গত সোমবার (১৯ মার্চ) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের পৃথক আদেশে দুই বিচারক এ আদেশ দেন।

এর আগে শিমুল বিশ্বাসকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় তার জামিন শুনানি করেন তার আইনজীবীরা। শুনানি শেষে সিএমএম আদালতের পৃথক দুই বিচারক কায়সারুল ইসলাম ও সরাফুজ্জামান আনছারী জামিন আবেদন নামঞ্জুর করেন। শুনানি শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। শিমুল বিশ্বাসের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি এ কথা জানিয়েছেন। তিনি জানান, শিমুল বিশ্বাসের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে দেশের বেশ কয়েকটি থানায় মোট ৯৮টি মামলা রয়েছে। এগুলোর মধ্যে ৭০টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এসব মামলার সাতটিতে তিনি জামিন পেয়েছেন।

গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার পর ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ আদালত প্রাঙ্গন থেকে শিমুল বিশ্বাসকে আটক করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

প্রকাশ :মার্চ ২০, ২০১৮ ২:০৬ অপরাহ্ণ