১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৭

নির্বাচনে সরকারের ভয় খালেদা জিয়া: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক:

জনপ্রিয়তাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমস্যা হয়েছে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক ড. আসিফ নজরুল।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা লিখেছেন। আসিফ নজরুল তার স্ট্যাটাসে লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার কথা ভাবি মাঝেমাঝে। নানা কূটচাল আর যড়যন্ত্রের কাছে হেরেছেন তিনি, কখনো এর বলী হয়েছেন। কখনো ভাগ্য থাকেনি তার সাথে।
এবার তার অবস্থা হয়েছে আরো করুণ। আমার মনে হয়, চাইলেও এবার নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। এমনকি নির্বাচনের সময়টা তাকে হয়তো থাকতে হবে জেলের ভেতরে। সরকার ভয় পায় তাকে। হয়তো ভাবে-খালেদা থাকলে মনমতো নির্বাচন করা যাবে না, নানা চালাকি করেও জেতা যাবে না। খালেদা জিয়ার জনপ্রিয়তাই হয়ে দাড়িয়েছে তার সমস্যা!

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২০, ২০১৮ ২:০২ অপরাহ্ণ