১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১২

নেপালে নজরুলের মরদেহ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত নজরুল ইসলামের মরদেহ শনাক্ত করা হয়েছে। ফলে নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ২৪ জনের মরদেহই শনাক্ত করা হল। এখনও শনাক্ত হয়নি আলিফুজ্জামান ও পিয়াস রায়ের মরদেহ। নজরুলসহ এ তিনজনের মরদেহ কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মঙ্গলবার নজরুলের মরদেহ শনাক্ত করার কথা জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম।

তিনি বলেন, নেপাল দুর্ঘটনায় নিহত ২৩ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজনের মরদেহ শনাক্তের অপেক্ষায় ছিল। তবে মঙ্গলবার সকালে নজরুল ইসলাম নামে আরও একজনের মরদেহ শনাক্ত হয়েছে। কবে নাগাদ নজরুলের মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে তা জানা যায়নি।

১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার বিমানটি বিধ্বস্ত হয়। এতে ক্রুসহ ৫১ জনের মৃত্যু হয়। ফ্লাইটটিতে ৩৬ বাংলাদেশি আরোহী ছিলেন। এর মধ্যে ২৬ নিহত ও ১০ জন আহত হন।

প্রকাশ :মার্চ ২০, ২০১৮ ১:৪২ অপরাহ্ণ