১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৪

খালেদা জিয়ার মামলায় ব্রিটিশ আইনজীবী নিয়োগ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাগুলো পরিচালনাকারী আইনজীবীদের পরামর্শ দেওয়ার জন্য ব্রিটিশ আইনজীবী নিয়োগ দিয়েছে দলটি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বৃটিনে বিএনপির যারা সমর্থক আছে তারা ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইলকে নিয়োগ দিয়েছেন। তিনি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা ৩৬ মামলায় দেশের আইনজীবীদের সহযোগিতা ও আইনি পরামর্শ দিবেন। প্রয়োজন হলে তিনি দেশেও আসবেন।

মির্জা ফখরুল বলেন, লর্ড কারলাইল দীর্ঘদিন আইনপেশা ও রাজনীতির সঙ্গে জড়িত। তিনি হাউজ অপ লর্ডসেরও সদস্য।

দেশের আইনজীবী বেগম  খালেদা জিয়ার মামলা পরিচালনায় ব্যর্থ কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ব্রিটিশ ওই আইনজীবী আমাদের আইনজীবীদের সহযোগিতা করবেন। ক্রিমিন্যাল মামলায় তার অনেক বেশি অভিজ্ঞাত রয়েছে। এছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে মামলাগুলো তুলে ধরবেন বিদেশি এ আইনজীবী।

তিনি জানান, তিনি লর্ড কারলাইল বেগম  খালেদা জিয়ার মামলা পরিচালনায় আইনজীবী টিমের সাথে সম্পৃক্ত হতে পেরে আনন্দিত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২০, ২০১৮ ১:১০ অপরাহ্ণ