১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৮

মৌলভীবাজারে ভারতীয় মদসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৮ বোতল ভারতীয় মদসহ খেলা বেগম (৩০) নামের এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সোমবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি, এসআই রাব্বি, এসআই রফিকসহ সঙ্গীয় ফোর্সসহ সিন্দুরখান বাজার এলাকার মাদক ব্যবসায়ী ফটিকের বাড়িতে অভিযান চালাই। এ সময় ফটিক মিয়া পালিয়ে যায়। পরে তার ঘর থেকে ৪৮ বোতল ভারতীয় মদসহ তার স্ত্রী খেলা বেগমকে আটক করা হয়।

খেলা বেগমকে এর আগেও আটক করা হয়েছিলো।

এ ঘটনায় এসআই রফিক বাদী হয়ে মাদক মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২০, ২০১৮ ১:১৫ অপরাহ্ণ