১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

নেপালে মাহি

বিনোদন ডেস্ক:

জটিলতা কম হয়নি মাহিয়া মাহি ও কলকাতার বনি জুটি অভিনীত ছবি ‘মনে রেখো’ নিয়ে। অবশেষে শেষ হচ্ছে এর শুটিং। পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। ছবিটির সম্পূর্ণ শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। বাকি রয়েছে কেবল গান। এই গানের শুটিং নিয়েই নেপাল উড়াল দিয়েছেন মনে রেখো’র টিম। সেখানে মাহির সঙ্গে কলকাতা থেকে যুক্ত হয়েছেন নায়ক বনিও।

এখন কাঠমান্ডু, চায়না বর্ডারসহ বিভিন্ন স্থানে গানগুলোর দৃশ্যায়ন হচ্ছে। নেপাল থেকে মুঠোফোনে মাহি বলেন, ‘গানের জন্য এক সপ্তাহের সিডিউল দিয়েছি। এখানকার জায়গাটি অনেক সুন্দর। আমরা সবাই মজা করে গানগুলোর শুটিং করছি। কাজ শেষে কয়েকদিন পর ঢাকা ফিরব।’

প্রকাশ :মার্চ ২০, ২০১৮ ১২:৪৬ অপরাহ্ণ