১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৬

পপি এবার আইটেম গার্ল

বিনোদন ডেস্ক:

বাংলা সিনেমার ঢেউ তোলা নায়িকা পপি। গত এক যুগেরও বেশি সময় ধরে নিজের অভিনয় গুণে মুগ্ধ করে রেখেছেন দর্শক-ভক্তদের। নিজের শরীরী সৌন্দর্য্যেও হাজারো পুরুষের রাতের ঘুম হারাম করেছেন এই আবেদনময়ী নায়িকা। দীর্ঘ অভিনয় জীবনে স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

মাঝে অনেকটা সময় ক্যামেরার আড়ালে থাকলেও আবার নিজেকে নিয়মিত করছেন এই সিঙ্গেল গার্ল। তবে এবার পপিকে দর্শকরা দেখবেন ভিন্ন রূপে। বড়পর্দা কাঁপানো এই অভিনেত্রী তার সমসাময়িক নায়িকাদের চেয়ে এখনও ব্যতিক্রম। এফডিসিতে পপি তার নতুন সিনেমা ‘সাহসী যোদ্ধার’ একটি আইটেম গানের শুটিংয়ে অংশ নিয়েছেন। কক্সবাজার ও সিলেট মিলিয়ে ছবিটির টানা শ্যুটিং চলছে আগামী এপ্রিল পর্যন্ত। পপি ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন আমিন খান, ইমন ও শিরিন শীলা।

নির্মাতা সাদেক সিদ্দিকী ‘সাহসী যোদ্ধা’ ছবিটি পরিচালনা করছেন। গল্প ও চিত্রনাট্য করেছেন কমল সরকার। এটি প্রযোজনা করছে আনন্দবাজার মাল্টিমিডিয়া।

প্রকাশ :মার্চ ২০, ২০১৮ ১২:২১ অপরাহ্ণ