১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৮

অদিতি’স ওয়ার্ল্ডে জয়া আহসান

বিনোদন ডেস্ক:

মুক্তা দেব ও অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল অঞ্জন কুমার দেবের ছোট কন্যা অদিতির স্মরণে মুক্তা দেব রাজধানীর গুলশানের ৩৪ নম্বর রোডের ১৩ নম্বর বাসাতে গত বছর আগস্ট মাসে গড়ে তুলেন অদিতি’স ওয়ার্ল্ড: দ্য আর্ট অব ফিটনেস সেন্টার।
তবে এই নামে যাত্রা শুরু হওয়ার আগে থেকেই এই ফিটনেস সেন্টারে জয়া আহসানের নিয়মিত যাতায়াত রয়েছে। তার বেশ সখ্যও ছিল প্রয়াত অদিতির সঙ্গে। যে কারণে গেল ১৫ মার্চ অদিতির জন্মদিনে অদিতি’স ওয়ার্ল্ডের আনুষ্ঠানিক যাত্রায় অনেকের মতো জয়া আহসানও অংশগ্রহণ করেন। সঙ্গে আরও উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা আল মামুন ও জয়ার ছোট বোন কান্তা মাসউদ।
এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘‘সবসময়ই আমাকে দুই বাংলার কাজ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করতে হয়। যেহেতু মুক্তা দিদির ফিটনেস সেন্টারে আমার দীর্ঘদিনের যাতায়াত, তাই অদিতির সঙ্গেও আমার বেশ সখ্য ছিল। তাকে আমি খুব আদরও করতাম। তার হঠাৎ প্রয়াণে কষ্ট পেয়েছি। সেই অদিতির জন্মদিনে তার নামের ফিটনেস সেন্টারের শুভযাত্রায় অনেকের মতো আমিও অংশগ্রহণ করি। এই প্রতিষ্ঠানটির জন্য আমার শুভ কামনা রইল।’’
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :মার্চ ২০, ২০১৮ ১১:৪৯ পূর্বাহ্ণ