স্পোর্টস ডেস্ক:
আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স পর্বের ম্যাচে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গত সোমবার (১৯ মার্চ) তারা ৪ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। আর এই জয়ের ফলে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ক্যারিবীয়রা। পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে।
সোমবার হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচটিতে জিম্বাবুয়ের দেয়া ২৯০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে এভিন লিউইস ৬৪, শাই হোপ ৭৬ ও মারলন স্যামুয়েলস ৮৬ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে সিকান্দার রাজা ১টি, ব্লিজিং মুজারাবানি ২টি, গ্রায়েম ক্রেমার ২টি ও শন উইলিয়ামস ১টি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের পক্ষে সেঞ্চুরি করেন ব্রেন্ডন টেইলর। ১৩৮ রান করে আউট হন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার দশম সেঞ্চুরি। স্বাগতিকদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন সলোমন মিরে। ৩৪ রান করেন শন উইলিয়ামস। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেমার রোচ ৩টি, জেসন হোল্ডার ৪টি ও কিমো পল ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস।
জিম্বাবুয়ের বিপক্ষে এই জয়ে বিশ্বকাপের টিকিট পাওয়ার আশা বাঁচিয়ে রাখলো ওয়েস্ট ইন্ডিজ। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সুপার সিক্সের শেষ ম্যাচ তারা খেলবে ৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা স্কটল্যান্ডের বিপক্ষে। আর জিম্ববায়ে ৪ ম্যাচে ৫ পয়েন্টে দুই নম্বরে, তারা শেষ ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
দৈনিকদেশজনতা/ আই সি