১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৫

বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন সিসিইউতে

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করনারি কেয়ার ইউনিটে (সিসিউ) ভর্তি হয়েছেন। গত সোমবার (১৯ মার্চ) সন্ধ্যায় আসাদুজ্জামান রিপনের পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আসাদুজ্জামান রিপন অস্বাভাবিক উচ্চ রক্তচাপ, অনিয়মিত হৃদস্পন্দন ও বুকের ব্যথা (এনজিনা) নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার চিকিৎসা চলছে। এ মুহূর্তে তিনি কিছুটা সুস্থ বোধ করছে। বিএনটির এই শীর্ষ নেতা নিজের আরোগ্যলাভের জন্য নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২০, ২০১৮ ১১:১৩ পূর্বাহ্ণ