২০শে জানুয়ারি, ২০২৬ ইং | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:২১

সুস্মিতার কোমরে বাঘের ট্যাটু

বিনোদন ডেস্ক:

কোমরে বাঘের এক বিশাল ট্যাটু আঁকিয়েছেল সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড নায়িকা সুস্মিতা সেন। ইনস্টাগ্রামে সে ছবি পোস্ট করার পর তা অত্যন্ত জনপ্রিয় হয়েছে। বাঘের মুখ উঁকি মারছে একটি পদ্মফুল থেকে।
এ ব্যাপারে সুস্মিতা লিখেছেন, তাঁর স্পিরিট পদ্মের মতই উজ্জ্বল ও কমনীয়। আবার বাঘের মতই ক্ষিপ্র ও হিংস্র। সবটাই নির্ভর করছে হৃদয়ের কোনও অংশে সাড়া জাগাচ্ছেন আপনি।
প্রকাশ :মার্চ ১৯, ২০১৮ ১১:০৩ পূর্বাহ্ণ