৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১০

গাজীপুরে আগুনে ২টি দোকান পুড়ে গেছে

আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুর সিটি কর্পোরেশনের ছয়দানা এলাকায় ১৭ মার্চ শনিবার দিবাগত রাতে অগ্নিকান্ডে দুটি দোকান পুড়ে গেছে।

জয়দেবপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জাকির হোসেন ও স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে ছয়দানা এলাকার রশিদ মার্কেটের একটি ঝাড়ুর দোকানে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তে পাশে থাকা হোটেলে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। জয়দেবপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ১৮, ২০১৮ ৭:৪৯ অপরাহ্ণ