১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:২৫

গাজীপুরে বিমান দুর্ঘটনায় নিহত প্রিয়কের বাড়িতে বিএনপি নেতা

আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :

নেপালে ত্রিভুবন বিমান বন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত ফারুক হোসেন প্রিয়কের বাড়িতে গিয়ে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।

১৭ মার্চ শনিবার সকাল সাড়ে ১০টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামে প্রিয়কের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

বিএনপি নেতা প্রিয়ক (৩২) ও তার তিন বছরের শিশুকন্যা প্রিয়ংময়ী তামাররার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় বাড়ির সদস্যরা প্রিয়কের নানা স্মৃতিময় বিষয় নিয়ে কথা বলেন।

এ সময় গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল কাশেম বেপারি, তেলিহাটি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এডভোকেট আবুল কাশেম আজাদ, এডভোকেট প্রিন্স, ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মনির হোসেন, তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ১৮, ২০১৮ ৭:৪৬ অপরাহ্ণ